বিচারাধীন মামলার বিষয়ে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার জের। এবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলা সরে গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে। শুক্রবার চাঞ্চল্যকর রায় দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পি নরসিংহের ডিভিশন বেঞ্চ। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বদলে এই মামলা গুলিতে অন্য বিচারপতি নিয়োগের নির্দেশ দেওয়া হল কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে বে-সরকারি সংবাদ মাধ্যমে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিযোগ, ওই সাক্ষাৎকারে একাধিক বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করেছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা এক মামলায় এবিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবীরা। বিষয়টি নজরে আসতেই হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে এবিষয়ে রিপোর্ট তলব করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।শুক্রবার হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই সাক্ষাৎকারের তরজমা জমা দেন সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত সেই সাক্ষাৎকার খতিয়ে দেখার পর জানিয়ে দিয়েছে, বিচারপতি গঙ্গোপাধ্যায় আর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনও মামলা শুনতে পারবেন না।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই বা ইডির তদন্ত সংক্রান্ত কোনও মামলা হলে, সেগুলিও শুনতে পারবেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পি নরসিংহের ডিভিশন বেঞ্চ কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে এই মামলা গুলির জন্য নতুন বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post আগামী ৬ দিনে ২২টি ব়্যালি করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী l
Next post মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার মা জিবি হাসপাতালে চিকিৎসাধীন হাসপাতালে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
%d bloggers like this: