ফের গোপন খবরের ভিত্তিতে পাচারকালে একটি লরি থেকে ৬৭৯ কেজি গাঁজা আটক করল পুলিশ l ঘটনা বৃহস্পতিবার রাতে মুঙ্গিয়াকামী থানাধীন চাকমাঘাট শালবাগান এলাকায়। গোপন খবরের ভিত্তিতে চাকমাঘাট শালবাগান এলাকায় একটি লরিতে তল্লাশি চালিয়ে লরির গোপন কক্ষ থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ লরির চালককে আটক করে মুঙ্গিয়াকামি থানার পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ এর মাধ্যমে আরো তথ্য বেরিয়ে আসবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে l