লাউগান এলাকাতে পুলিশ পিকেট বসানোর দাবিতে শনিবার, ৩৫ বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের সিপিআইএম বিধায়ক দীপঙ্কর সেন, দক্ষিণ জেলা পুলিশ সুপার কুলবন সিং এর সাথে সাক্ষাত করেন ও ডেপুটেশন প্রদান করেন। বিধায়ক দীপঙ্কর সেন সাংবাদিকদের বলেন, নির্বাচনের আগে থেকে শুরু করে বর্তমান পর্যন্ত ৩৫ বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের, শান্তির বাজার এলাকায় যে দশটি বুথ রয়েছে এর মধ্যে লাউ গান বেশ স্পর্শ কাতর। গত বিধানসভা নির্বাচন শুরু থেকে এখনো পর্যন্ত, ওই এলাকায় বিভিন্ন ধরনের হিংসাত্মক কার্যকলাপ চলছে। প্রায় প্রতিদিনই সিপিআইএম কর্মী সমর্থকদের উপর, হামলা হুদজুতি সহ বাড়ি ঘরে অগ্নিসংযোগ পর্যন্ত করা হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে, বিধায়ক দীপঙ্কর সেন 29শে এপ্রিল শনিবার দুপুর বারোটায়, দক্ষিণ জেলার পুলিশ সুপার কুনবন সিং এর সঙ্গে দেখা করেন ও ডেপুটেশন প্রদান করেন। তিনি আরো বলেন, জেলা পুলিশ সুপার তাকে এই আশ্বাস দিয়েছেন যে ওই এলাকার পরিস্থিতি পর্যায়ে আলোচনা করে পুলিশ পিকেট বসানোর ব্যবস্থা করবেন।