আগামী ১০ মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন। এরপর আগামী ১৩ই মে ফলাফল ঘোষণা করা হবে। শেষ মুহূর্তের প্রচারে বিভিন্ন দলের মধ্যে রাজনৈতিক উত্তেজনা চরমে। এই অবস্থায় দক্ষিণের রাজ্যে গেরুয়া শিবিরের হয়ে ব্যাটন ধরেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার এক জনসভায় কংগ্রেসের ‘বিষাক্ত সাপ’ মন্তব্যকে হাতিয়ার করলেন তিনি। নমোর অভিযোগ, মোট ৯১ বার কংগ্রেস নেতারা গালিগালাজ করেছে তাঁকে। যদিও এই বিরোধিতা পরোয়া করেন না তিনি। আগের মতই কর্ণাটকের মানুষের জন্য উন্নয়নের কাজ চালিয়ে যাবেন। এদিন কর্ণাটকের বিদর জেলায় হুমনাবাদে একটি জনসভায় বক্তব্য রাখেন মোদি। সেখানে তিনি বলেন, “কংগ্রেস আবারও আমাকে গালি দিতে শুরু করেছে। এখন পর্যন্ত তারা আমাকে ৯১ বার গালিগালাজ করেছে। কংগ্রেস আমাকে গালি গালাজ করুক, আমি কর্নাটকের মানুষের জন্য কাজ করে যাব।” উল্লেখ্য, কয়েকদিন আগে কর্ণাটকে একটি প্রচার মঞ্চ থেকে মোদিকে বিষাক্ত সাপের সঙ্গে তুলনা করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ছুঁলেই মৃত্যু কটাক্ষ করেন তিনি। যদিও পরে দাবি করেন, বিজেপির নীতিকে বিষাক্ত সাপের সঙ্গে তুলনা করেছিলেন, ভুল ব্যাখ্যা হয়েছে।