লেফুঙ্গা থানাধীন কালিবাজার এলাকায় পাওনা ১০ হাজার টাকা চাইতে গিয়ে গৌতম পাল এবং তার দুই ছেলের হাতে রক্তাক্ত হল এক সিমেন্ট ব্যবসায়ী | সংবাদে প্রকাশ , কয়েক মাস আগে গৌতম পাল নামে এক ব্যক্তি সিমেন্ট ব্যবসায়ী রাকেশ কুমার দাস এর কাছ থেকে দশ হাজার টাকার সিমেন্ট বাকি নিয়েছিল | দীর্ঘদিন অতিক্রম হওয়ার পর সেই দশ হাজার টাকা দেননি গৌতম পাল | অবশেষে সোমবার ব্যবসায়ী রাকেশ কুমার দাস সেই ১০ হাজার টাকা গৌতম পালের কাছে চেয়েছে | আর তাতেই উত্তেজিত হয়ে পড়ে গৌতম পাল সহ তার দুই ছেলে | বাপ-বেটা তিনজন মিলে ব্যবসায়ী রাকেশ কুমার দাসের দোকানে এসে ধারালো ছুরি দিয়ে বেশ কয়েকটি আঘাত করে তাকে | পরে স্থানীয় ব্যবসায়ীরা ছুটে এসে রক্তাক্ত রাকেশ কুমার দাসকে জিবি হাসপাতালে নিয়ে আসে | বর্তমানে তার চিকিৎসা চলছে |