সম লিঙ্গ বিবাহ, এটা আমাদের সংস্কৃতির বাইরে l আর এই সম লিঙ্গ বিবাহ নিয়ে সম্প্রতি আমাদের সুপ্রিম কোর্ট এর প্রধান বিচারপতি একটি আইন পাশ করতে যাচ্ছেন l এই মামলার শুনানি চলছে এখন সুপ্রিম কোর্টে l
যা সম্পূর্ণ আযৌক্তিক l এর প্রতিবাদ জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ l এরই অঙ্গ হিসেবে সোমবার দুপুরে বিশ্ব হিন্দু পরিষদের পশ্চিম ত্রিপুরা জেলার পক্ষ থেকে সদর মহকুমা শাসকের কাছে সম লিঙ্গ বিবাহ নিয়ে ডেপুটেশন দেওয়া হয় l এদিন বিশ্ব হিন্দু পরিষদ এর এক প্রতিনিধি দল সদর মহকুমা শাসকের কাছে গিয়ে স্মারক লিপি তুলে দেয় l

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post গৃহবধূ ও পরিবারের সদস্যদের কালো কাপড় পড়ে বেধড়ক মারধর
Next post মধ্যযুগীয় বর্বরতার শিকার এক গৃহবধূ
%d bloggers like this: