বাড়ির অন্যান্যদের অনুপস্থিতিতে হঠাৎ করে বিদ্যুতের ছোবলে প্রাণ হারান এক বৃদ্ধ। চাঞ্চল্যকর এই ঘটনা কল্যাণপুর থানাধীন রূপরাই এলাকাতে।
জানা গেছে পেশায় একজন কৃষি শ্রমিক ৬৭ বছরের যোগেন্দ্র দেববর্মা, পিতা মৃত নকশিরাই দেববর্মা কোনভাবে বিদ্যুতের সংস্পর্শে এলে মাটিতে লুটিয়ে পড়ে। এই ঘটনা চাক্ষুষ করার পর প্রতিবেশীসহ বাড়ির অন্যান্যরা তড়িঘড়ি যোগেন্দ্র দেববর্মাকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গোটা এলাকাজুড়ে মুহূর্তের মধ্যে ব্যাপক শোকের আবহ তৈরি হয়েছে। উল্লেখ্য সন্ধ্যার পর সংঘটিত হয় এই মর্মান্তিক ঘটনা। শেষ সংবাদ পর্যন্ত কল্যাণপুর হাসপাতালে নিথর মৃতদেহ পড়ে রয়েছে, আর পরিজনদের অকৃত্রিম কান্নার রোলে গোটা হাসপাতালের আকাশ বাতাস ব্যথিত। ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে ছুটে গেছে ময়না তদন্তের পর আগামীকাল দেহ পরিজনদের হাতে তুলে দেওয়া হবে। আপাতত আজ বিদ্যুৎ এর ছোবলে মৃত যোগেন্দ্র দেববর্মার মৃতদেহ থাকবে কল্যাণপুর হাসপাতালের মর্গে।