২০১৮ সালে বিপ্লব কুমার দেবের সভাপতিত্বেই রাজ্যে বি জে পি জোট ক্ষমতায় আসে। ২০২৩’র বিধানসভা নির্বাচনের আগেও দল চাইছে এমন একজনের কাছে ব্যাটন তুলে দিতে যে কিনা দলকে পুনরায় উজ্জীবিত করে তুলতে পারবে। যেহেতু ডাঃ মানিক সাহা বর্তমানে মুখ্যমন্ত্রী তাই উনার পক্ষে বিধানসভা নির্বাচনের মত নির্বাচনে দুইটি কাজ সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে। যেহেতু সামনেই নির্বাচন্তাই একদিকে দল অন্যদিকে সরকার চালানোর বিষয়টা যে খুব একটা সহজ হবেনা তা ইতিমধ্যেই আঁচ করতে পেরেছেন বি জে পি’র কেন্দ্রীয় নেতৃত্ব। তাই আগে থেকেই দলের সভাপতি চয়নে লেগে পড়েছে বি জে পি। সুত্রের খবর সভাপতি হওয়ার দৌড়ে অনেকেই রয়েছেন কিন্তু এগিয়ে রয়েছেন রাম প্রসাদ পাল এবং বিপ্লব দেব-ই। এখন শুধুমাত্র দলীয় সিদ্ধান্তের বাকি। যদিও বিধানসভা নির্বাচনের আগে সভাপতি নিয়ে সিদ্ধান্ত টা দল সবকিছু বুঝে শুনেই নেবে। কারণ তারা একটা বিশাল প্রভাব দলের উপরেও পড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post “ছেলে না জন্মানোর” জন্য স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড
Next post মূর্তিপাড়ার অলি গলিতে স্থানীয় মৃৎশিল্পীরা চরম ব্যাস্ততার সহিত প্রতিমা তৈরিতে তৎপর
%d bloggers like this: