আজাদীকা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে আজ দুপুরে খোয়াই জেলাশাসকের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ” উজ্জ্বল ভারত উজ্জ্বল ভবিষ্যৎ ” বিদ্যুৎ মহোৎসবের মহা সমাপনী অনুষ্ঠানে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার নোনাছড়া গ্রামের সোলার প্লেন্টের মাধ্যমে বিদ্যুৎ সংযোগের সুবিধাভোগী কালাইহা রিয়াংয়ের সাথে মতবিনিময় করেন। ভারতবর্ষের বিভিন্ন জেলার সুবিধাভোগীদের সাথে আজ এই অনুষ্ঠানের মাধ্যমে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। তার মধ্যে ছিল খোয়াই জেলা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন। তাছাড়া রাজ্য বিদ্যুৎ দপ্তরের সচিব বৃজেশ পান্ডে, খোয়াই জেলাশাসক এল টি ডার্লং, রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত, খোয়াই জেলা সভাধিপতি জয়দেব দেববর্মা সহ বিদ্যুৎ দপ্তর ও অন্যান্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই ভিডিও কনফারেন্সে খোয়াই জেলার বিভিন্ন প্রকল্পে সুবিধা পাওয়া সুবিধাভোগীরাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ভিডিও কনফারেন্স শেষে উপ- মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন উপস্থিত সুবিধাভোগীদের মধ্যে মত বিনিময় করেন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সুবিধা পাওয়া নিয়ে ।