মহারাষ্ট্রে ক্ষমতা বদল নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের নতুন করে অক্সিজেন জুগিয়েছে উদ্ধব ঠাকরে শিবিরকে। এর পরই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে আক্রমণ শানিয়েছেন উদ্ধব। একনাথের পদত্যাগের দাবিও জানিয়েছেন। এর পরই সাংবাদিক সম্মেলনে করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। সেই সাংবাদিক সম্মেলন থেকে উদ্ধবকে আক্রমণ করেছেন ফড়নবীশ। সেই সঙ্গে উড়িয়েছেন মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার জল্পনা। নির্বাচন কমিশনের নির্দেশ মতো তাঁরাই আসল শিবসেনা সে কথাও উদ্ধবকে মনে করিয়ে দিয়েছেন শিন্ডে। দেবেন্দ্র ফড়নবীশও আক্রমণ করেছেন উদ্ধব শিবিরকে।