পত্র চাল জমি কেলেঙ্কারির মামলায় শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে আটক করেছে ইডি। আটক করে শিবসেনা সাংসদকে জোনাল অফিসে নিয়ে যাওয়া হয় রবিবার। সঞ্জয় রাউত দিন বলেন, “লড়াই চালিয়ে যাব, কিছুতেই হার মানব না”। আর্থিক বেনিয়ম এবং দুর্নীতির মামলাতেই গত ১ জুলাই সঞ্জয় রাউত-কে প্রায় ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। ন্তু এরপরে ফের ২০ জুলাই তাঁকে তলব করা হলে, ইডি-কে সঞ্জয় রাউতের আইনজীবী জানায়, সংসদ অধিবেশন চলায় ব্যস্ত রয়েছেন তিনি ।