খোয়াই কালীবাড়ির স্থানীয় একটি ক্লাব যাত্রীবাহী অটোগাড়ি আটকে চাঁদা দাবি ও অটোচালককে মারধরের অভিযোগ।চাঁদাবাজি ও চালককে মারপিটের প্রতিবাদে ছনখলা বাজারে খোয়াই আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। ঘটনা সোমবার বেলা একটা নাগাদ। এদিকে শ্রমিকদের অবরোধের কারণে ওই জাতীয়সড়কের দু’পাশে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়।
উল্লেখ্য, গত শনিবার সকালে অটোচালক ছনখলা বাজারে অটো স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে খোয়াই কালিবাড়ি অটো স্ট্যান্ড পর্যন্ত যায়। খোয়াই কালিবাড়ি স্থানীয় একটি ক্লাবের কয়েকজন সদস্য অটোচালক শ্যামল দেববর্মাকে শনি পুজোর চাঁদা ১০০ টাকা দেওয়ার জন্য বলে। অটোচালক শ্যামল দেববর্মা ক্লাবের ১০০ টাকা চাঁদা দিতে অস্বীকার করে। চাঁদা না দেওয়ায় ক্লাবের সদস্যরা অটোচালক শ্যামল দেববর্মাকে মারধর করে বলে অভিযোগ। এই বিষয়টি অটোচালক পরবর্তী সময় ছনখলা অটো স্ট্যান্ডে ঘটনাটি জানায়। অটোচালককে মারধরের প্রতিবাদে এদিন বেলা একটা নাগাদ খোয়াই আগরতলা সড়ক অবরোধ করে মোটর শ্রমিকরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ভয়ঙ্করভাবে দুর্ঘটনাগ্রস্ত নাইট সুপার ! রক্তাক্ত ১১
Next post দীর্ঘদিন ধরে নেশার রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে এলাকার বেশ কয়েকজন যুবক
%d bloggers like this: