দক্ষিণ জেলার জেলা সদর বিলোনিয়া মহকুমা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা কতটা তলানিতে এসে ঠেকেছে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে ভুক্তভোগীরা। যদিও দক্ষিণ জেলার মধ্যে সবচাইতে ব্যস্ততম হাসপাতাল বিলোনিয়া মহকুমা হাসপাতাল। প্রতিদিন বহির্বিভাগে এবং ইমারজেন্সি মিলিয়ে শত শত রোগী পরিষেবা নিতে আসেন এই হাসপাতালে। কিন্তু পরিষেবা দেওয়ার মতো যথেষ্ট সংখ্যক চিকিৎসক নেই এই বিলোনিয়া মহকুমা হাসপাতালে। তাই বাধ্য হয়ে মানুষকে ছুটতে হচ্ছে হয় বাইরে প্রাইভেট ডিসপেন্সারিতে না হয় বিলোনিয়ার বাইরে অন্য কোথাও। এরই মধ্যে হাসপাতালে যে কয়জন চিকিৎসক রয়েছে তাদের কর্তব্যে গাফিলতি রয়েছে যথেষ্ট। আজ এমনই একটি চিত্র ফুটে উঠল বিলোনিয়া হাসপাতালের বহির্বিভাগের দন্ত বিভাগে। দন্ত বিভাগে একজন মহিলা চিকিৎসক রয়েছেন কিন্তু তিনি বেশিরভাগই যথাসময়ে হাসপাতালে আসেন না বলে অভিযোগ। আজ তার প্রমাণ মিলল হাতেনাতে। যেখানে সকাল 9 টায় বহির্বিভাগে চিকিৎসা শুরু হওয়ার কথা সেখানে বেলা প্রায় বারোটা বাজলেও চিকিৎসকের দেখা মিলল না। তাই টিকেট করে রোগীরা তীর্থের কাকের মতো বসে আছে কখন আসবে চিকিৎসক সেই আশায়। এরমধ্যে চিকিৎসা নিতে আসা রোগীরা একরাশ ক্ষোভ উগরে দিলেন। অবশেষে বারোটা বাজার কিছু সময় পড়ে দন্ত বিভাগে এলেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক। আসার পরে সাংবাদিক দেখে হতভম্ব হয়ে অজুহাতে দেখিয়ে যুক্তি দাঁড় করালেন তিনি অসুস্থ তবু আগরতলা থেকে ছুটে এসে কর্তব্যে যোগদান করেছেন। প্রশ্ন হলো চিকিৎসক যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে ছুটি নিলেন না কেন? এই বিষয়ে মহাকুমা স্বাস্থ্য আধিকারিকের ভূমিকা কি? অসুস্থ চিকিৎসককে দিয়ে পরিষেবা দেওয়ার চাইতে বিভাগ বন্ধ করে দেওয়া, না হয় বিকল্প চিকিৎসক নিয়ে আসা প্রয়োজন ছিল না কি মহকুমা স্বাস্থ্য আধিকারিকের। যদিও এই বিষয়ে মহাকুমা স্বাস্থ্য আধিকারিক বিমল কলইর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তথৈইবচ বিকেল চারটের পর ইমারজেন্সি বিভাগে। একজন মাত্র চিকিৎসক থাকেন ইমারজেন্সিতে। এরমধ্যে তিনি যদি জরুরি ভিত্তিক ডেলিভারি বিভাগে কল পেয়ে যান তাহলে রোগীদের ঘন্টার পর ঘন্টা যন্ত্রণা সহ্য করতে হয় দাঁড়িয়ে থেকে। তার উপর আবার রয়েছে বিভিন্ন দুর্ঘটনা। অনেক সময় বাইক গাড়ির মত পথ দুর্ঘটনা গ্রস্ত হয়ে আহত রোগীদের এনে ফেলে রাখতে হয় চিকিৎসকের অভাবে। বর্তমানে হাতে গোনা কয়েকজন চিকিৎসক দিয়ে খুড়িয়ে খুড়িয়ে চলছে বিলোনিয়া মহকুমা হাসপাতাল। এখন দেখার বিষয় রোগীদের চিকিৎসা পরিষেবা দিতে বিলোনিয়া মহকুমা হাসপাতাল কতটা তৎপরতার সাথে পদক্ষেপ গ্রহণ করে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post সম্পত্তি সংক্রান্ত ঝামেলার জেরে আহত ৩
Next post স্টেট লেভেল স্কুল স্পোর্টস কম্পিটিশন শুরু
%d bloggers like this: