মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কৈলাসহর প্রেস ক্লাবের উদ্যোগে ঊনকোটি জেলার তিন মন্ত্রীকে সংবর্ধনা প্রদান করা হয় কৈলাসহরের কলাক্ষেত্রে। এদিন ঊনকোটি জেলার ৫২-চন্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত মন্ত্রী টিংকু রায়, ৫১-ফটিকরায় বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত মন্ত্রী সুধাংশু দাশ এবং ৫৯-পেচারতল বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত মন্ত্রী সান্তনা চাকমাকে সম্মাননা প্রদান করা হয় lএদিন রাজ্যের নবনিযুক্ত তিন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়রপার্সন চপলা দেবরায়,ভাইস চেয়ারপার্সন নীতিশ দে,ঊনকোটি জেলার শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, ডেপুটি কালেক্টর বিশ্বজিৎ দাস, ঊনকোটি জেলা পরিসদের সহকারী সভাধিপতি শ্যামল দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। প্রেস ক্লাবের সদস্যদের পক্ষ থেকে অতিথি বরণের মধ্য দিয়েই শুরু হয় এই অনুষ্ঠানের মূল পর্ব। পরে একে একে প্রেস ক্লাবের সদস্যরা অতিথিদের সম্মাননা প্রদান করেন। অপরদিকে উত্তর জেলার ধর্মনগরের নিউজ বাংলা টিভি চ্যানেলের কর্ণধার আব্দুল হান্নানও দুই মন্ত্রীকে l এই সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি সমাজের বিশিষ্ট গুনি ব্যক্তিরা ছাড়াও পুর এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি এবং বিভিন্ন সমাজ সেবীদের অংশগ্রহণ ছিল লক্ষ্যনীয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস ঊনকোটি জেলার সার্বিক উন্নয়নের জন্য তাদের লক্ষ্য সম্পর্কে অবগত করেন l পাশাপাশি তিনি বলেন, মন্ত্রী কিংবা বিধায়করা শুধুমাত্র বিধানসভায় সিদ্ধান্ত নিতে পারবেন উন্নয়ন মূলক কর্মকান্ডের l কিন্তু তা সাধারণ মানুষের কল্যানার্থে পৌঁছবে সরকারী কর্মচারী কিংবা সরকারী আমলা যারা রয়েছেন তাদের মাধ্যমেl তাই সরকারী কর্মচারীরা তাদের কাজ মানুষের কল্যানার্থে যদি সঠিক সময়ে করে তবেই আসবে সাফল্য। তাই মন্ত্রী সুধাংশু দাস কর্মচারীদের সহযোগিতা কামনা করেছেন। এদিকে মন্ত্রী টিংকু রায় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের গুরুত্ব অপরিসীমl ফলে সমাজ গড়ার ক্ষেত্রে সংবাদ মাধ্যম হচ্ছে অন্যতম একটা কারিগর।