ঘটনার বিবরনে জানাযায় বুধবার সাতসকাল শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর কাকুলিয়া ফরেষ্ট রেঞ্জ সংলগ্ন এলাকায় টি আর ০১ এল ১৬২৫ নাম্বারের মালবাহী গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাঁদে পরেযায়। এতেকরে ঘটনাস্থলে প্রান হারায় এক ব্যক্তি। অপরদিকে এই দুর্ঘটনায় গাড়ীতে থাকা দুইজন গুরতর আহতহয়। দুর্ঘটনার খবর পেয়ে জোলাইবাড়ীর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও আহতদের জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়েযায়। কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা আশঙ্কাজনকদেখে একজনকে গোমতী জেলাহাসপাতালে ও অপরজনকে শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করে। এই দুর্ঘটনায় নিহত ব্যক্তি হলো শান্তির বাজার মহকুমার মধুমগপাড়ার বাসিন্দা পাইচাহা মগ ( ৩২ )। আহত দুইজন হলো কলসীর বাসিন্দা নিথাই মগ অপরজন গাবুরছড়ার বাসিন্দা আংজাফ্রু মগ। দুর্ঘটনায় নিহত ব্যাক্তির মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়াহবে। এই দুর্ঘটনা নিয়ে তদন্তে নেমেছে বাইখোড়া থানার পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post এবছর আরও দেরিতে দেশে প্রবেশ করবে বর্ষা।
Next post আজ আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ৭৬ তম মৃত্যু বার্ষিকী ।
%d bloggers like this: