সিদ্ধার্থ সাহা নামে এক ব্যক্তি অসাধারন হাতের কাজ করে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডের নাম উঠার পর এবার তৈরি হচ্ছে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডে নিজের নাম নথিভুক্ত করার জন্য
আগামী ২৭ই মে আগরতলা নজরুল কলাকেত্রে স্থিত ললিতকলা একাডেমিতে এক এক্সিবিশন আয়োজন করা হয় যেখানে কুইলিং পেপার দিয়ে প্রায় ২০ হাজার হাট তৈরি করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড গড়তে চলছেন তিনি
এছাড়াও এই কুইলিং পেপার দিয়ে বিভিন্ন ধরনের মূর্তিও তিনি তৈরি করেন এই প্রতিবার জন্য বিভিন্ন সামাজিক সংস্থার সহ বিভিন্ন সংগঠন থেকে পুরস্কৃত হয়েছেন সিদ্ধার্থ বাবু
তবে গিনিস বুক অফ ওয়ার্ল্ড এ নিজের নাম নথিভুক্ত করার জন্য কুইলিং পেপার দিয়ে যে 20 হাজার হাট তৈরি করছেন তাও অসাধারণ কারুকার্য করে তৈরি করা হয়েছে