বহিঃরাজ্যের মারুতি গাড়ী থেকে লক্ষাধিক টাকার চন্দন কাঠ উদ্ধার । চালকসহ আটক পাঁচজন।সাথে আটক করা হয় গাড়িটিও। জানা যায় কোন এক গোপন মাধ্যমে খোয়াই থানার ওসি রাজ কুমার জমাতিয়ার কাছে খবর আসে খোয়াই মোহনপুর কিছু অবৈধ সামগ্রী প্রাচার হতে পারে সেই মোতাবেক বৃহস্পতিবার সকাল থেকে খোয়াই থানার পুলিশ চেরমা এলাকায় ভেইকেল চেকিং এ বসে, চেকিং চলাকালীন দীর্ঘ প্রতীক্ষার পর দুপুর একটা কুড়ি মিনিট নাগাদ সন্দেহ মূলক বহিঃ রাজ্যের AS 31B3426 নাম্বারের একটি লাল রঙের আলটু গাড়ীকে আটক করে পুলিশ এবং ওই গাড়িতে অভিযান চালিয়ে একটি ব্যাগ থেকে নয় কেজি চন্দন কাঠ উদ্ধার করে পুলিশ, যায় বাজার মূল্য লক্ষ টাকার কম নয় বলে সূত্রের খবর। অন্যদিকে গাড়ীর চালক সহ মোট পাঁচ অভিযুক্তকে গাড়ীসহ আটক করে থানায় নিয়ে আসে খোয়াই থানার পুলিশ,আটক অভিযুক্তরা হলেন *আক্তার হোসেন,। *আব্দুল মালেক, । *দিলওয়ার হোসেন, লংকা। *বশির উদ্দিন,। **মিরাজুর রহমান,তাদের প্রত্যেকের বাড়ী পার্শ্ববতী রাজ্য অসমের হুজাই জেলায়। অন্যদিকে যেহেতু এই মামলাটি সম্পূর্ন বনদপ্তরের অধীন সেহেতু আটক গাড়ী এবং উদ্ধারকৃত চন্দন কাঠ সহ পাঁচ অভিযুক্তদের খোয়াই বনবিভাগে স্থান্তর করে দেয় খোয়াই থানার পুলিশ । খোয়াই বন বিভাগের কর্মীরা চন্দন কাঠ এবং আটক গাড়ী সহ পাঁচ অভিযুক্তদের খোয়াই থানা থেকে খোয়াই বন বিভাগে নিয়ে এবং তাদের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করে আগামীকাল তাদের খোয়াই জেলা ও দায়রা আদালতে প্রেরণ করবেন বলে জানা যায় ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post অটো ও মারুতি ওয়াগন গাড়ির ভয়াবহ সংঘর্ষে আহত ৪
Next post জি-৭ সামিটে যোগ দিতেই জাপানের হিরোশিমা শহরে যাবেন প্রধানমন্ত্রী ।
%d bloggers like this: