সর্বদা ব্যস্ত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্মব্যস্ততায় পরিপূর্ণ উনার জীবন শৈলী । এক টানা পরপর কর্মসূচি রয়েছে তাঁর। শুক্রবারই জাপানের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । জি-৭ সামিটে যোগ দিতেই জাপানের হিরোশিমা শহরে যাবেন প্রধানমন্ত্রী। জি-৭ বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গেও সাক্ষাতের পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখান থেকে নরেন্দ্র মোদী পাপুয়া নিউ গিনি এবং অস্ট্রেলিয়ায় যাবেন। চার দিনের সফরে মোট তিনটি দেশে সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোট ৪০টিরও বেশি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। শীর্ষ সম্মেলনগুলির পাশাপাশি কমপক্ষে ২৪ জনে রাষ্ট্রনেতার সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে।জাপান সফরে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর দফতরের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। ওই বিবৃতিতে প্রধানমন্ত্রী নিজের সফরসূচি নিয়ে কথা বলেছেন। প্রধানমন্ত্রী জানান, জাপানের সভাপতিত্বে জি-৭ সামিটে যোগ দিতে যাচ্ছেন তিনি। সম্প্রতিই ভারত সফরে এসেছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। জি-৭ সামিটের দৌলতে ফের একবার সাক্ষাৎ হতে চলেছে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে।