দিন দুপুরে ধর্মনগর এলাকায় রেল লাইনের পাশে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় মধুরিমা পুরকায়স্থ নামে এক গৃহবধূ l বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেয় দমকল কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের কর্মীরা এবং রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে ধর্মনগর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।এরই মধ্যে গৃহবধূর স্বামী ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন। তবে সেখানে চিকিৎসকরা গৃহবধূকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালের রেফার করেন। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন ঐ গৃহবধূ। তার স্বামী জানান, কিভাবে গৃহবধূ রেল লাইনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন সেই বিষয়ে তিনি কিছুই জানেন না। গৃহবধুর স্বামীর প্রাথমিক ধারণা রেললাইন পার হওয়ার সময় ধাক্কায় রক্তাক্ত হতে পারেন উনার স্ত্রী l