দেশের ক্রমাগত মূল্যবৃদ্ধি নিয়ে অবশেষে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এক ঘণ্টার বক্তব্যে তিনি বলেন, মোদীর নেতৃত্বে ভারতের অর্থনীতির বিকাশ হয়েছে। করোনা মহামারীর সঙ্গে লড়াই করার পরেও ভারতের অর্থিক বৃদ্ধি অব্যাহত রয়েছে। পাশাপাশি তিনি মন্তব্য করেন, ভারতের বর্তমান অর্থনীতি বেশ স্থিতিশীল।
শ্রীলঙ্কা ও পাকিস্তানের অর্থনীতি দেখে ভয় পাওয়ার কোনও কারণ নেই। লোকসভায় বক্তব্য দিতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী আটা, চাল, দুধের মতো অতি প্রয়োজনীয় খাদ্যপণ্যকে জিএসটির অন্তর্ভুক্ত করার প্রসঙ্গে নিজের মতামত তুলে ধরেন।