এবার ঊনকোটি জেলা হাসপাতালের কোয়াটার থেকে চিকিৎসকের বাইক চুরি। এক সপ্তাহে জেলায় এটি তৃতীয় ঘটনা। চোর চক্রের সক্রিয়তায় আতঙ্কিত গোটা ঊনকোটি জেলাবাসী।

উত্তর জেলার বুংনাং প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের হোমিও চিকিৎসক অভিজিত দেববর্মার মা বাবা ঊনকোটি জেলা হাসপাতালে কর্মরত, সেই সুবাদে অভিজিত বাবু মা বাবার সাথে কৈলাসহর ভগবান নগরস্থিত জেলা হাসপাতালের কোয়াটারেই থাকেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে কোয়াটারের নিচে লোহার গেইটের ভেতর নিজের
TR02F 6084 নাম্বারের 150সিসির পালসার বাইকটি লক করে ঘুমাতে যান কোয়াটারের প্রথম তলায়। প্রতিদিনের মতো অভিজিত বাবুর বাবা সুভাষ দেববর্মা শুক্রবার সকাল 6টা নাগাদ ঘুম থেকে উঠে কোয়াটার কমপ্লেক্সে হাঁটতে বের হওয়ার সময় দেখতে পান গেইট খোলা, বাইক নেই। সাথে সাথে তিনি বিষয়টি ছেলে ও কোয়ার্টারে থাকা অন্যান্য আবাসিকদের জানান। সকালের সম্মিলিত দীর্ঘ প্রচেষ্টার পরও বাইকটির কোন হদিস পাওয়া যায়নি। পরবর্তী সময় বিকাল সাড়ে চারটায় অভিজিত বাবু কৈলাসহর থানায় বাইক চুরির লিখিত অভিযোগ দায়ের করেন। কয়েক দিন পূর্বেই দিন দুপুরে জেলা হাসপাতালের স্টোর রুমের সামনে থেকে এক সিকিউরিটি গার্ডের নতুন পালসার বাইক চুরি হয়ে গিয়েছিল। তার দুদিনের মাথায় কৈলাশহর পুরো পরিষদের গোবিন্দপুর এলাকায় দিনের বেলা অপর একটি বাইক চুরি করেছিল চোরচক্র। এক সপ্তাহের মধ্যে তিন তিনটি বাইক চুরির ঘটনায় স্বাভাবিকভাবে সাধারণ নাগরিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, প্রশ্ন উঠছে শহরের নিরাপত্তা নিয়েও।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ADC প্রশাসনের নীরব ভূমিকা।।
Next post শিক্ষকের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন ছাত্রীদের
%d bloggers like this: