কৈলাসহরের এক বেসরকারি স্কুলের শিক্ষক নিজ স্কুলের ছাত্রীদের সাথে অশ্লীল আচরণ করায় অভিযুক্ত করে ছাত্রীরা। গুনধর এই শিক্ষকের নাম রজতাভ চন্দ্র। বিক্ষোভ প্রদর্শনকারী ছাত্রীরা জানায় যে, শিক্ষক রজতাভ চন্দ্র প্রায়ই স্কুলের ছাত্রীদের মোবাইলে ম্যাসেজ করে যৌন সম্পর্ক করার জন্য বলতো এবং বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করার জন্য বলতো। ঊনিশ মে শুক্রবার দুপুরে শিক্ষক রজতাভ চন্দ্র স্কুলের কয়েকজন ছাত্রীদের নিয়ে শহরের এক বনেদী রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করে অন্যত্র ঘোরাফেরা করার জন্য গাড়িতে উঠার জন্য জোর করে। তখন ছাত্রীরা রেস্টুরেন্টে সামনে থেকে নিজেদেরকে গাঁ ঢাকা দিয়ে দেয়। পরবর্তী সময়ে ছাত্রীরা শিক্ষক রজতাভ চন্দ্রের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ করতে শুরু করে। তবে,আশ্চর্যজনক ঘটনা হলো, বিক্ষোভের খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে আসার পরও বিক্ষোভরত ছাত্রীরা পুলিশের কাছে লিখিত ভাবে কোনো অভিযোগ করেনি। পুলিশ শিক্ষক রজতাভ চন্দ্রকে থানায় নিয়ে এলেও দুই ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে যায় কিন্তু বিক্ষোভরত ছাত্রীরা থানায় কোনো লিখিত অভিযোগ করে নি। লিখিত অভিযোগ না পাওয়ায় ছাত্রীদের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে শিক্ষক রজতাভ চন্দ্র অযথা হয়রানির শিকার হলেন কি?