শনিবার আগরতলার এ ডি নগরস্থিত এ ডি নগর কোচিং সেন্টারের উদ্যোগে ঘটা করে মহাবীর পূজার আয়োজন করা হয়। এ.ডি.নগর স্কুলের পাশে অগ্নিবীণা হলে অনুষ্ঠিত হয় মহাবীর পূজা।পূজায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কোচিং সেন্টার এর ইনচার্জ রাজকুমার দাস ও এলাকার কাউন্সিলার অলক রায় সহ অন্যানরা।পূজায় অংশ নিয়ে মেয়র জানান, এই কোচিং সেন্টার এর অনেক সুনাম রয়েছে।রাজ্যের ক্রীড়া দফতরও এই কোচিং সেন্টারকে সেরা হিসেবে স্বীকৃতি দিয়েছে। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে এই কোচিং সেন্টারে ওপেন জিমের সূচনা হয়েছিল।এদিন ধর্মীয় রীতি নীতি মেনে হনুমান পূজার আয়োজন করা হয়েছে বলে মেয়র জানান। এদিন মহাবীর পূজাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।