আন্তর্জাতিক নানা প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করতে জি-৭ ও জি-২০’র মিলিত উদ্যোগের কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জি-৭ সামিটে যোগ দিতে জাপান গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে জাপানের সংবাদ মাধ্যমে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী জি-৭ ও জি-২০ সদস্য দেশগুলির সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। উন্নয়নশীল ও পিছিয়ে পড়া দেশগুলিকে যে আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়, সে বিষয় নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক উত্তেজনার কারণে খাদ্য ও শক্তি সরবরাহ চেইনে ব্যাঘাত ঘটেছে, তার উল্লেখ করে জাপান ও সমমনস্ক দেশগুলির সহযোগিতার কথা বলেন তিনি। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভ্যুত্থানের প্রসঙ্গেও প্রধানমন্ত্রী সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা বজায় রেখে আন্তর্জাতিক নিয়ম বজায় রাখার কথা বলেন। সামরিক শক্তি নিয়ে আলোচনায় পরমাণু অস্ত্রের ব্যবহার কোনও ভাবেই গ্রহণযোগ্য নয় বলেই জানান প্রধানমন্ত্রী মোদী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post এ ডি নগর কোচিং সেন্টারে মহাবীর পূজার আয়োজন করা হয়।
Next post স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।
%d bloggers like this: