শপথ নিয়েই কাজে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী। শনিবার কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হতে না হতেই নতুন মন্ত্রীদের নিয়ে কাজে নেমে পড়লেন তিনি। নির্বাচনী প্রচারে কংগ্রেসের তরফে যে পাঁচ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ করার কাজে নেমে পড়লেন তিনি। একইসঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারকেও দোষারোপ করেন রাজ্যের আর্থিক ক্ষতির জন্য। কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, ১৫তম অর্থ কমিশনের তরফে ৫৪৯৫ কোটি টাকার যে বিশেষ আর্থিক অনুদান দেওয়ার কথা ছিল, তা রাজ্য পায়নি।নির্বাচনের ফল প্রকাশের পর এক সপ্তাহ ধরে টানাপোড়েন চলে মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে। শেষ অবধি গত বৃহস্পতিবার কংগ্রেসের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, কর্নাটকের মুখ্যমন্ত্রী হবেন সিদ্দারামাইয়াই। উপমুখ্যমন্ত্রী হবেন ডিকে শিবকুমার। শনিবারই মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন দুই নেতা। পাশাপাশি আটজন বিধায়কও মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন l