সম্প্রতি আরবিআই ২ হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছে। সেই মোতাবেক ব্যাংকে গিয়ে নোট বদলের জন্য আগামী সেপ্টেম্বর অবধি সময় দেওয়া হয়েছে। তা সত্বেও আমজনতার একাংশ আশঙ্কায় ভুগছেন। দ্রুত নোট বদলাতে চাইছেন তাঁরা। ঠিক কীভাবে ব্যাংকে গিয়ে নোট বদল করতে হবে, সেই প্রক্রিয়া নিয়েও ধন্দে সাধারণ মানুষ। এই অবস্থায় আশ্বস্ত করলেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস। তাঁর কথায়, হুড়োহুড়ির প্রয়োজন নেই। যাতে করে সাধারণ মানুষ নির্বিঘ্নে নোট বদল করতে পারেন, তার জন্যই সেপ্টেম্বর অবধি সময় দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় সব রকম সহযোগিতা করবে আরবিআই এবং দেশের সমস্ত ব্যাংক। আশঙ্কার কারণ নেই। আরবিআই ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২০০০ টাকার নোট বৈধ থাকছে৷ তার আগে ব্যাংক থেকে ২০০০ টাকার নোট বদলে নিতে হবে৷ ব্যাংকগুলি নোট বদল করবে আগামী ২৩ শে মে থেকে। সোমবার আরবিআই গভার্নর বলেন, আগামিকাল থেকে নোট বদল শুরু হচ্ছে মানে, আগামিকালই কাজটা সেরে ফেলতে হবে, এমন নয়। সেপ্টেম্বর মাস অবধি এই জন্যই সময় দেওয়া হয়েছে। যাতে ধীরে সুস্থে নিজের সময় মত মানুষ নোট বদলাতে পারেন। শক্তিকান্ত বলেন, “সেপ্টেম্বর অবধি সময় দেওয়ার কারণ নির্দিষ্ট সময়সীমা না থাকলে লোকে বিষয়টির গুরুত্ব অনুভব করেন না।”আরবিআই গভর্নর বলেন, “এই প্রবল গরমে মানুষকে যাতে বেশিক্ষণ দাঁড়ায়ে থাকতে না হয়, সেই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে ব্যাংকগুলিকে।” কেন ফের নোট বদল? এবিষয়ে শক্তিকান্তর উত্তর, “২০০০ টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত রিজার্ভ ব্যাংকের ‘কারেন্সি ম্যানেজমেন্ট অপারেশনে’র অংশ।” এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠলেও তাতে আমল দিতে রাজি নন আইবিআই প্রধান। তিনি জানান, যাঁরা বিদেশে রয়েছেন তাঁদের অসুবিধার বিষয়ে অবগত আরবিআই। এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।