ট্রাফিক স্বল্পতার ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে বিশালগড়বাসীদের
ঘটনা বিবরণ জানা যায় বেশ কয়েক বছর ধরে বিশালগড় চৌমুহনীতে ট্রাফিক স্বল্পতার ফলে দুর্ভোগ পোয়াতে হচ্ছে পথচারী সহ জরুরি পরিষেবা।
সোমবার সকালে বিশালগড় চৌহমনীতে ট্রাফিক স্বল্পতার ফলে দীর্ঘক্ষন ধরে রাস্তায় আটকে থাকে জরুরী পরিষেবা অ্যাম্বুলেন্স দেখা মিলে নেনি গুণধর ট্রাফিক বাবুদের, ঘটনাস্থলে স্থানীয় ব্যবসায়ীরা ও পথচারীরা মিলে জরুরি পরিষেবা এম্বুলেন্স টি যানজট থেকে মুক্ত করে।
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন বিশালগড় চৌমনীতে ট্রাফিক বাড়ানো হোক এবং নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং করা হোক এই আরজি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।