বেসরকারি টেলিকম সংস্থার CSP-তে কর্মরত এক যুবকের নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা কৈলাশহর মহাকমা জুড়ে। এব্যাপারে সাতাশ মে শনিবার বিকেলে পরিবারের লোকেরা এবং এলাকার মানুষরা কৈলাসহর থানায় ডেপুটেশন প্রদান করে। উল্লেখ্য, কৈলাসহরের চন্ডিপুর ব্লকের অধীন শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা প্রীথিশ দাস গত ২৪শে মে প্রতিদিনের মত CSP-এর কাজকর্মের জন্য বাড়ী থেকে বেরিয়ে গেলেও আজ পর্যন্ত ফিরে আসে নি। ২৪মে পরিবারের পক্ষ থেকে কৈলাসহর থানায় মৌখিক জানানো হয় এবং ২৫মে মিসিং ডায়েরি করা হয়। কৈলাশহর থানার ভূমিকায় আশ্বস্ত হতে না পেরে ২৭মে প্রীথিশের পরিবারের লোক ও এলাকাবাসী সম্মিলিতভাবে কৈলাসহর থানায় ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশন শেষে ডেপুটেশনকারীরা জানায় যে, প্রীথিশ দাস গত ২৪ শে মে সকাল ১০টা নাগাদ প্রতিদিনের মত CSP এর কাজকর্মের জন্য বাড়ী থেকে বেরিয়ে যায়। দুপুরে বাড়িতে খাবার খাওয়ার জন্য না আসায় বাড়ি থেকে প্রীতিশের বড় ভাই ও মা প্রীতিশের মোবাইল নম্বরে বার বার কল করলেও সে ফোন রিসিভ করে নি। পরবর্তী সময়ে দুপুর ঘড়িয়ে সন্ধ্যা হলেও প্রীতিশ ফোন না ধরায় পাড়া প্রতিবেশীদের এই বিষয়ে অবগত করেন প্রীথিশের বড় ভাই। পরিবার ও পাড়ার লোকজন সহ সকলে মিলে খোঁজাখুঁজির পরও প্রীতিশের খোঁজ পাওয়া যায়নি। ২৪মে রাতেই কৈলাসহর থানায় বিষয়টি জানানো হয়। ২৫মে মিসিং ডায়েরি করা হয়। পরিবার সুত্রে জানা যায় প্রীথিশ বেসরকারি টেলিকম সংস্থার CSP (Corporate Salary Package) নিয়ে কাজ করতো। যার মূল কাজ হল আধার লিংক এর মাধ্যমে কারোর কাছ থেকে টাকা তোলা কিংবা জমা দেওয়া এছাড়াও বিভিন্ন কোম্পানির মোবাইল রিচার্জ করা। টাকা তোলা কিংবা জমা দেওয়ার জন্য প্রীতিশ প্রায়সই এদিক ওদিক কাজের জন্য যেত। সেই সূত্রে তার কাছে বেশ নগদ টাকাও থাকত। কিন্তু ২৪মে বাড়ি থেকে বের হলেও আজ পর্যন্ত সে বাড়ী ফিরে আসেনি। এখন পর্যন্ত পুলিশ নিখোঁজ প্রীতিশকে খুঁজে পায়নি কিংবা কোন সূত্রও পায় নি। প্রীথিশের নিখোঁজের ব্যাপারে পুলিশি তদন্তের অগ্রগতি সহ দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে ২৭মে শনিবার শ্রীরামপুর এলাকার বাসিন্দা ও প্রিথিশের পরিবারের লোকেরা থানায় ডেপুটেশন প্রদান করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে বিলটি পেশ করেন নিউ ইয়র্ক সিক্সথ ডিস্ট্রিক্টের প্রতিনিধি গ্রেস মেং।
Next post বাসের সামনে থেকে ছিটকে পড়ে মর্মান্তিক মৃত্যু এক চালকের।
%d bloggers like this: