কৈলাসহরের ভগবান নগর এবং গৌরনগর এলাকায় গত তিন দিন ধরে বিদ্যুৎ না থাকার ফলে এলাকায় পানীয় জলের তীব্র সমস্যা শুরু হয়েছে। জানা যায় এই এলাকার দীর্ঘদিনের স্থায়ী সমস্যা পানীয় জলের। পূর্ত দপ্তর থেকে জল সরবরাহ করা হলেও অভিযোগ বিগত চার দিন ধরে ওই এলাকায় জল সরবরাহ বন্ধ রেখেছে সংশ্লিষ্ট দপ্তর l এলাকাবাসীদের পক্ষ থেকে কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডকে দফায় দফায় জানানোর পরও কর্ণপাত করেনি বেসরকারি সংস্থা। এলাকাবাসীদের অভিযোগ, অল্প বৃষ্টি হলেই বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। অবশেষে রবিবার সকালে পথ অবরোধ করার ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু যানবাহন সহ নিত্যযাএীরা। প্রসঙ্গত উল্লেখ্য, এই এলাকায় ঊনকোটি জেলার জেলা হাসপাতাল, জেলা শাসকের অফিস, জেলার পুলিশ সুপারের অফিস সহ আরও অন্যান্য সরকারি অফিস রয়েছে। এলাকায় জেলার অতি গুরুত্বপূর্ণ অফিস কার্যালয় থাকার পরও বেসরকারি বিদ্যুৎ পরিসেবা প্রদানকারী সাই কম্পিউটার সংস্থার পক্ষ থেকে কোন ধরনের কার্যকরী ভুমিকা না নেওয়ায় এলাকায় সাই কম্পিউটার সংস্থার বিরুদ্ধে তীব্র উত্তেজনা বিরাজ করছে। দীর্ঘ এক ঘন্টা রাস্তা অবরোধ চলার পর ঘটনাস্থলে ছুটে আসে কৈলাসহর থানার পুলিশ এবং টি.এস.আর বাহিনী। উনারা এলাকাবাসীদের সাথে দীর্ঘক্ষণ আলাপ-আলোচনা করেন এবং আশ্বাস দেন যে, অতিসত্বর এই বিষয়গুলি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সাথে আলোচনা করবেন এবং আজ থেকে প্রতিদিন নিয়মিত ভাবে দুবেলা করে পূর্ত দপ্তরের পক্ষ থেকে গাড়ি দিয়ে এলাকায় পানীয় জল সরবরাহ করা হবে। এলাকাবাসীরা এই আশ্বাস পাওয়ার পর রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেয় অবরোধকারী l

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post নরেন্দ্র মোদীর 101 তম মন কি বাত অনুষ্ঠান সম্প্রচার করা হয় l
Next post পাচারকালে আটক শতাধিক উন্নত প্রজাতির গরু !
%d bloggers like this: