দুই বিল্ডিংয়ের মাঝে আটক পড়ল চোরl ওই চোরের চিৎকারে ঘুম ভাঙে এলাকাবাসীর l এই ঘটনা শনিবার গভীর রাতে পূর্ব থানার অন্তর্গত বি কে রোড এলাকায় l এদিন রাতে বি কে রোড এলাকায়
চুরি করতে গিয়ে দুটি বিল্ডিংয়ের মাঝখানে আটকে পড়ে এক চোর। এবিষয়ে এলাকাবাসীরা জানান , চুরি করার সময় উপর থেকে নিচে পড়ে দুটি বিল্ডিংয়ের মাঝখানে আটকে পড়ে সে। তারা চোরের চিৎকার শুনে ঘটনা টের পান এরপর বেরিয়ে আসে সকলে। ওই চোরকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে l