মেয়ের শ্বশুর বাড়িতে আক্রান্ত মেয়ে ও মেয়ের মা ।
ঘটনা বিশালগড় হরিশ নগর চা বাগান এলাকায় ঘটনা বিবরনে জানা যায় রবিবার সকাল ৯ টায় বিশালগড় হরিশ নগর চা বাগান এলাকায় মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে এসে আক্রান্ত হলেন মেয়ে সুমা তাঁতি সহ মেয়ের মা জ্যোতি তাঁতি।আহতদের পাঠানো হয় বিশালগড় মহাকমা হাসপাতালে পরে তাদেরকে রেফার করা হয় আগরতলা জিবি হসপিটালে।সুবিচার পেতে থানায় দ্বারস্ত হন আক্রান্তের পরিবার এই নিয়ে গোটা এলাকায় দেখা যায় তীব্র উত্তেজনা