২০২৩ সালের ২৮শে মে দিনটি ভারতের ইতিহাসে অমর হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন জাতির উদ্দেশ্যে নয়া সংসদ ভবন উৎসর্গ করে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “কোনও জাতির উন্নয়নের যাত্রায় কিছু কিছু মুহূর্ত অমর হয়ে যায় এবং সেই দিনগুলির মধ্যে ২৮শে মে তারিখটিও থাকবে।” ১৯২৭ সালে দ্বারোদ্ঘাটন হয়েছিল পুরনো সংসদ ভবনটির। তারপর ৯৬ বছর কেটে গিয়েছে। অতি ব্যবহারে জীর্ণ হয়ে পড়েছে ভবনটি। তাই নতুন একটি ভবনের প্রয়োজন হয়ে পড়েছিল। তাছাড়া স্থান সঙ্কুলানের সমস্যাও ছিল। ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল পুরনো সংসদ ভবনটি।তাতে সময় লেগেছিল ৬ বছর। প্রাথমিকভাবে কাউন্সিল হাউস নামে পরিচিত ছিল ভবনটি। স্বাধীনতার পর ২৪,২৮১ বর্গমিটার জায়গায় তৈরি ভবনটিকে সংসদ ভবন হিসেবে ব্যবহার করা শুরু হয়। সেই তুলনায় নতুন ভবনটি তৈরি হয়েছে অনেকটা বেশি জায়গা নিয়ে, ৬৫,০০০ বর্গমিটার। ২০২০ সালের ১০ই ডিসেম্বর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতাধীন এই প্রকল্পের নির্মাণকাজ শেষ হয়েছে মাত্র আড়াই বছরের মধ্যেই।পুরনো সংসদ ভবনটি ছিল বৃত্তাকার। মধ্য প্রদেশের মোরেনার চৌসথ যোগিনী মন্দিরের এর অনুকরণে এর নকশা করা হয়েছিল। ২৫০০ পাথর কাটিয়ে এবং রাজমিস্ত্রী এই ভবনটি নির্মাণ করেছিলেন। অন্যদিকে নতুন ভবনটিতে পুরনো সংসদের মত কোনও সেন্ট্রাল হল রাখা হয়নি। তার বদলে উভয় কক্ষের সাংসদদের জন্য রয়েছে সেন্ট্রাল লাউঞ্জ। আর লোকসভা এবং রাজ্যসভার নকশা করা হয়েছে যথাক্রমে জাতীয় পাখি ময়ূর এবং জাতীয় ফুল পদ্মের আদলে। পুরনো ভবনটির নকশাকার ছিলেন ব্রিটিশ স্থপতি এডওয়ার্ড লুটেয়েন্স এবং হারবার্ট বেকার, আর বিমল প্যাটেলের নেতৃত্বে এইচসিপি ডিজাইন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড নতুন ভবনটির নকশা করেছে। নতুনটি তৈরি করতে আনুমানিক ৯৭১ কোটি টাকা খরচ হয়েছে। ১৯২৭ সালে পুরনো ভবনটি নির্মাণে খরচ হয়েছিল ৮৩ লক্ষ টাকা।এদিন নতুন ভবনটির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, “পরে যখন সাংসদদের সংখ্যা আরও বাড়বে, তাঁরকা কোথায় বসবেন?” পুরনো সংসদ ভবনে রাজ্যসভায় ২৪৫ এবং লোকসভায় ৫৫২টি আসন ছিল। অদূর ভবিষ্যতেই দুই কক্ষের সদস্য সংখ্যা বাড়তে পারে। এই কথা মাথায় রেখে নয়া ভবনে রাজ্যসভা এবং লোকসভায় আসন সংখ্যা রাখা হয়েছে যথাক্রমে ৩৮৪ ও ৮৮৮।পুরোনো সংসদ ভবনটি যেখানে ছিল বৃত্তাকার, নয়া ভবনটি ত্রিকোণাকার।রবিবার গোটা দেশ সাক্ষী রইল এই নয়া সংসদ ভবন উদ্ধোধন পর্বের।