গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকান্ড। ঘটনা রবিবার রাতে বিশালগড় মহকুমার নেতাজীনগর এলাকার বাসিন্দা অসিত সাহার বাড়ির ভাড়াটিয়া ঘরে।ঘটনার সময় ভাড়াটিয়া দীপক চন্দ্র দত্ত তার পরিবার নিয়ে নিজ বাড়িতে গিয়েছিলেন।আগুনে ভস্মীভূত হয়ে যায় ঘরের সকল আসবাবপত্র। অসিত সাহার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকেন দীপক চন্দ্র দত্ত নামে এক ব্যক্তি ও তার পরিবার। এদিন দীপক চন্দ্র নিজ বাড়িতে চলে যাওয়ায় তার ঘরটি বন্ধ ছিল। হঠাৎ রাতে বাড়ির মালিক ভাড়াটিয়া ঘরে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের শব্দ শুনতে পেয়ে বাইরে বের হতেই অগ্নিকাণ্ডের ঘটনাটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেয়। খবর পেয়ে অগ্নি নির্বাপক দফতরের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষনে ভাড়াটিয়া দীপক চন্দ্র দত্তের ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় এলাকায় এক অজানা আতঙ্ক বিরাজ করছে।