সামাজিক অবক্ষয়ের আরেকটি নমুনা প্রকাশে আসতেই ছিঃ ছিঃ রব সর্বত্র। রাস্তার পাশে এক নবজাতক শিশু উদ্ধারের ঘটনায় মনুষ্যজাতির মানবিকতা প্রশ্নচিহ্নের মুখে। সোমবার উদয়পুর মহারানী ডাম্পিং স্টেশন সংলগ্ন এলাকায় একটি নবজাতক শিশু বস্তাবন্দী অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখে পথ চলতি সাধারণ মানুষ। সাধারণ মানুষ এগিয়ে গিয়ে দেখতে পায় প্রচন্ড রোদের তাপে শিশুটির উষ্টাগত প্রাণ। এরপর খবর দেওয়া হয় মহারানী ফাঁড়ি থানার পুলিশকে। পুলিশ আসার কিছু সময়ের মতেই প্রখর তাপে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরবর্তীতে মহারানী ফাঁড়ি থানার পুলিশ শিশুর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালে পাঠায়। গোটা ঘটনায় একাধিক প্রশ্ন উসকে দিচ্ছে জনমনে। তবে কি মনুষ্য জাতির পাপের খেসারত দিতে হলো ছোট্ট এই নবজাতককে?। তৎসঙ্গে কি করে শিশুটি ওই স্থানে এলো এনিয়ে ধোঁয়াশায় সকলে। যদিও প্রাপ্ত খবর অনুযায়ী এখনো তার মা-বাবার পরিচয় মিলেন। দাবি উঠছে পুলিশি সঠিক তদন্তক্রমে এই ঘটনায় জড়িত পাপীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ডেপুটেশন প্রদান করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ও প্রাক্তন বিধায়ক আসিস কুমার সাহা।
Next post রাস্তা নির্মাণের ক্ষেত্রে কথা আর কাজের অমিল, অভিযোগ এলাকাবাসীদের
%d bloggers like this: