বিদ্যুৎ সমস্যায় নাজেহাল এলাকাবাসীর সড়ক অবরোধ। পরে বিধায়কের আশ্বাসে অবরোধ মুক্ত হয় সড়ক। ঘটনা বিশালগড় হাসান হোসেন পাড়ায়। এলাকাবাসীদের অভিযোগ গত কিছুদিন যাবৎ বিশালগড় জাঙ্গালিয়া সাব স্টেশনের দূর্গানগর ফিডারে বিদ্যুৎ সমস্যা চলছে। এতে করে হাসানা হোসেন পাড়া, বাতান বাড়ি, চেলিখলা সহ আশপাশের বিস্তীর্ণ এলাকার সাধারন মানুষ চরম ভোগান্তির শিকার। এলাকা সূত্রে খবর হাসান-হোসেন পাড়া এলাকার একটি ট্রান্সর্মার বিকল হয়ে থাকায় বিদ্যুৎ সমস্যা চূড়ান্ত আকার ধারন করেছে এই এলাকায়। ফলে এই তীব্র দাবদাহে জনজীবন একপ্রকার নাজেহাল হয়ে উঠে। আর ক্ষোভে রবিবার সন্ধ্যায় বিশালগড়- বক্সনগর সড়ক অবরোধে বসে এলাকাবাসী। এতে বিপাকে পরে দূরপাল্লার যাত্রীরা। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে যান বিধায়ক সুশান্ত দেব। বিধায়ককে কাছে পেয়ে নিজেদের দুরাবস্থার কথা তুলে ধরেন এলাকা বাসী। বিধায়ক ২৪ ঘন্টার মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিতেই অবরোধ মুক্ত করে এলাকাবাসী। উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন এলাকার সাথে বিশালগড়ের বিভিন্ন এলাকাতেও বেশ কয়েকদিন যাবৎ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা সামনে আসছে। আর নিজ এলাকার বিদ্যুৎ বিভ্রাটে চিন্তিত বিধায়ক ছুটে যান রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর কাছে। বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথের বাড়িতে গিয়ে এলাকার বিদ্যুৎ সমস্যা নিয়ে আলোচনা করেন এবং অতি দ্রুত বিদ্যুতের সমস্যার সমাধানের আবেদন করেন।