ছেলে ইয়া খান তার বাবার কাছে নেশার জন্য প্রতিনিয়ত টাকা চেয়ে আস্ত টাকা না পেলে মারধর করতো বাবাকে।
সোমবার দুপুর ৩ টা নাগাদ নুরুল ইসলামের ছেলে ইয়া খান নেশার জন্য তার বাবার কাছে টাকা চাইতে থাকেন টাকা না পেয়ে ছেলে বাবাকে বেধরকভাবে মারধর করে এমনকি জায়গা সম্পত্তি সবকিছু ছেলের নামে লিখে দেওয়ার জন্য সেই নিয়ে রবিবার বিকেলে ছেলে ইয়া খান কুড়াল নিয়ে তার বাবার মাথার উপর আঘাত করে এতে রক্তাক্তভাবে মাটিতে লুটিয়ে পড়ে বাবা তার চরম আকার ধারণ করে সোমবার একই কায়দায় ছেলে সম্পত্তি ও টাকা চাইতে থাকেন বাবা নুরুল ইসলাম টাকা না দেওয়াতে ছেলে তার বাবাকে বেধড়কভাবে মারধর করে ছেলের মারে গুরুতরভাবে আহত হয় বাবা নুরুল ইসলাম আক্রান্ত বাবা নিরুপায় হয়ে দারস্ত হন বিশালগড় থানায়, পুলিশ মামলা হাতে নিয়ে ছুটে যান দক্ষিণ ঘনিয়া মারা নুরুল ইসলামের বাড়িতে পুলিশের আগাম খবর পেয়ে পাষন্ড ছেলে বাড়ি থেকে গা ঢাকা দিতে সক্ষম হয় পুলিশ এই ব্যাপারে একটি তদন্ত শুরু করে দিয়েছে। এখন দেখার বিষয় আক্রান্ত বাবা ছেলের সঠিক বিচার পায় কিনা সেই দিকে তাকিয়ে রয়েছে আক্রান্ত বাবা।