31 শে মে মঙ্গলবার সি আই টি ইউ,র প্রতিষ্ঠা দিবস l এবছর ৫৪ তম প্রতিষ্ঠা দিবস l তাই স্বৈারাচারী-সাম্প্রদায়িক ও শাসকের শ্রমিক স্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রেখে এবছর প্রতিষ্ঠা দিবস পালন করে সংগঠন। এদিন সকালে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে, নেত্রী পাঞ্চালি ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এই দিনটির গুরুত্ব নিয়ে আলোচনা করেন l