এবার সরকারি টিউশনবাজ শিক্ষকদের ধর পাকড় শুরু l কিন্তু ধরা পড়তেই ছাত্রদের আত্মীয় পরিচয় দিলেন ওই শিক্ষক l ঘটনা চড়িলামের মধ্যপাড়া এলাকায় l সরকারি শিক্ষকের টিউশন সেন্টারে হানা দেয় সিপাহিজলা জেল র প্রশাসন। অভিযোগ, চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ দেবনাথ ওরফে রাকেশ ওই এলাকায় ঘর ভাড়া করে বিদ্যা ব্যবসা চালাচ্ছেন দীর্ঘদিন ধরে। সোমবার সন্ধ্যা রাতে সিপাহিজলা জেলা শাসক ডাঃ বিশাল কুমারের নির্দেশে প্রশাসনের এক টিম অভিযান চালায়। ওই টিমের নেতৃত্বে ছিলেন প্রশাসনিক আধিকারিক সুমন রক্ষিত।ওই শিক্ষককে হাতে নাতে ধরেছেন তিনি। কিন্তু অভিযুক্ত শিক্ষকের দাবি, সব পড়ুয়ারা নাকি তার আত্মীয়। শিক্ষকের এহেন ভূমিকায় পড়ুয়াদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে l