মণিপুরের অশান্তি বন্ধ করতে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়ে মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে কংগ্রেসের প্রতিনিধি দল । কংগ্রেস নেতৃত্বের দাবি, মণিপুর খুব ছোট রাজ্য। কেন্দ্রীয় সরকার চাইলে অবিলম্বে মণিপুরের অশান্তি বন্ধ করতে পারে। ইতিমধ্যে বহু মানুষের মৃত্যু হয়েছে। তাই এবার মণিপুরের অশান্তি রুখতে রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি জানান তাঁরা। এই দাবিতে এদিন মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে রাষ্ট্রপতিকে একটি স্মারকলিপিও দেন কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা।এদিন সকালে মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে কে.সি বেণুগোপাল ও মুকুল ওয়াসনিক সহ মণিপুর কংগ্রেসের প্রতিনিধিরা রাইসিনা হিলসে যান এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। মণিপুর কংগ্রেসের প্রতিনিধিদের মধ্যে ভক্তচরণ দাস, ওখরাম ববি সিং, মেঘাচন্দ্র সিং সহ ৫ সদস্য ছিলেন। তাঁদের সঙ্গে একপ্রস্থ বৈঠকও করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।