ছেলের হাতে আক্রান্ত মা ও বাবা, ঘটনা বিশালগড় ২ নং গেইট এলাকায়।
ঘটনা বিবরণে জানা যায় বেশ কয়েক মাস ধরে বিমল পালের ছেলে সুকান্ত পাল নেশার জন্য প্রতিনিয়ত তার মা ও বাবার কাছে টাকা চাইত।
মঙ্গলবার সকালে পাষন্ড ছেলে সুকান্ত পাল তার মা গায়েত্রী পাল ও তার বাবা বিমল পাল কে তার না পেয়ে পানি মেরে ফেলার জন্য বিভিন্ন রকম কৌশল চালিয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত সুকান্ত পালের মা ও বাবা ছেলের সুষ্ঠ বিচার পাবার জন্য দারস্ত হন বিশালগড় থানায়।