রাজধানীর প্রজ্ঞা ভবনে গ্রামোন্নয়ন প্রকল্পের উপর রাজ্য ভিত্তিক এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয় বুধবার। কর্মশালার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব সহ গ্রামোন্নয়ন দফতরের অন্যান্য আধিকারিকরা। কর্মশালায় মুখ্যমন্ত্রী বলেন, ২০১৮ সালের আগে প্রধানমন্ত্রী আবাস যোজনায় মোট ২৪ হাজার ৯৮৯টি ঘর দেওয়া হয়েছিল। এরপর ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ২৮ হাজার ৮৩৮ টি ঘর মন্ত্রক থেকে অনুমোদন দেওয়া হয়েছিল। চলতি অর্থ বছরে ১ লক্ষ ৩০ হাজার ৬৩০ টি ঘরের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই জোর কদমে
কাজ চলছে বলে মুখ্যমন্ত্রী জানান।