গত সপ্তাহে উদয়পুর মহকুমা র রাইয়া বাড়ীতে উচ্ছেদ করা সমস্ত বাঙালি মুসলিম পরিবারগুলোকে পূর্ণ ক্ষতিপূরণ ও নিরাপত্তা দিয়ে স্বস্থানে পূর্ণবাসনের ব্যবস্থা করা সহ মোট তিন দফা দাবি নিয়ে বুধবার রাজধানীর শিবনগরস্থিত আমরা বাঙালি দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে আমরা বাঙালি দল। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমরা বাঙালি সচিব গৌরাঙ্গ রুদ্রপাল সহ আরো অনেকে l এই ঘটনার তীব্র নিন্দা জানান দলের সচিব গৌরাঙ্গ রুদ্রপাল l