ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দশ জনের সেরা কৃতিত্বের তালিকায় প্রথম স্থান অধিকার করল বিলোনিয়া মহকুমার ঋষ্যমূখ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র অরিন্দম মল্ল । তার এই কৃতিত্বের জন্য বিলোনীয়া মহকুমার ঋষ্যমুখ ব্লকের নাম আবারো উজ্জ্বল হল । ঋষ্যমুখ দ্বাদশ শ্রেনীর বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্র অরিন্দম মল্ল । পরীক্ষায় ৪৯৩ নম্বর পেয়ে দশ জনের সেরা কৃতিত্বের তালিকায় প্রথম স্থানের অধিকারী হয় । এই সাফল্যের বিষয়ে অভিমত ব্যক্ত করতে গিয়ে অরিন্দম বলেন, সারাদিন তিন থেকে চার ঘন্টা পড়ালেখা যেমন করেছে তেমনি খেলাধূলাও করেছে। মাত্র দু’জন গৃহ শিক্ষক ছিল।নাচ,গান,ক্যুইজ, এগুলো তার খুব পছন্দের। তার সফলতার পেছনে স্কুলের শিক্ষক, পরিবার, বন্ধু বান্ধব সকলের যথেষ্ট ভূমিকা রয়েছে।এদিকে ঋষ্যমুখ অভয়নগর হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রী সুস্মিতা নাথ ৪৮১ নম্বর পেয়ে ষষ্ঠ স্হান দখল করেছে । অপরদিকে বড়পাথরী দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের ছাত্রী পূজা ভৌমিক ৪৮০ নম্বর পেয়ে সপ্তম স্হান দখল করেছে । এক কথায় বলা চলে শহরকে ছাপিয়ে প্রত্যন্ত গ্রাম্য এলাকায় ছাত্র-ছাত্রীদের মেধা নজর কাড়ল এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায়।