দেশের ৭৫ -তম আজাদীকা অমৃত মহোৎসব উদযাপনকে সামনে রেখে সরকারিভাবে এবং বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচি শুরু হয়ে গেছে। এর মধ্যে তেলিয়ামুড়া পুরো পরিষদের উদ্যোগে Tripura Urban Livelihoods Mission -এর আওতায় স্ব-সহায়ক দলের মহিলাদের নিয়ে বুধবার এক বর্ণাঢ্য তেরঙ্গা রেলি অনুষ্ঠিত হয় তেলিয়ামড়ায়। এদিনের এই রেলিতে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়, তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌর পিতা রূপক সরকার, তেলিয়ামুড়া পৌর পরিষদের সহ পৌর পিতা মধুসূদন রায়, তেলিয়ামুড়ার বিশিষ্ট সমাজসেবী রঞ্জিত সূত্রধর সহ অন্যান্যরা। তেলিয়ামুড়া পৌর পরিষদের উদ্যোগে আয়োজিত এদিনের এই বর্ণাঢ্য তেরঙ্গা রেলিটি তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্র থেকে শুরু হয়ে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় চিত্রাঙ্গদা কলাকেন্দ্র প্রাঙ্গনে এসে সমাপ্ত হয়।
সুসজ্জিত এই রেলির প্রসঙ্গে বলতে গিয়ে বিধায়িকা কল্যাণী রায় বলেন,,,, দেশের স্বাধীনতা দিবস আমাদের গর্ব, প্রতিটি জাতির গর্ব। দেশের প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে গোটা দেশের সাথে তেলিয়ামুড়ার প্রতিটি ঘরে ঘরে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
তেলিয়ামুড়া পুর পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এদিনের এই বর্ণাঢ্য তেরঙ্গা রেলিতে বিভিন্ন স্ব-সহায়ক দলের কর্মীদের সাথে বিধায়িকা নিজেও হাটলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post শিক্ষক স্বল্পতায় লাটে উঠেছে পড়াশোনা, রাস্তা অবরোধ করে ক্ষোভ উগড়ে দিল স্কুল পড়ুয়ারা
Next post পানিসাগর সেক্টর হেডকোয়ার্টারে বি এস এফ’র পক্ষ থেকে “হার ঘর তিরঙ্গার” বিশেষ কর্মসুচী
%d bloggers like this: