এবার ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’।তা সাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে। এই বিপর্যয়ের জেরে বড় বিপর্যয় হতে পারে পাকিস্তানে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আরব সাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়। মঙ্গলবার থেকেই গভীর ঘূর্ণাবর্তে পরিণত হতে শুরু করেছে ঘূর্ণঝড় বিপর্যয়। আগামী ৬ ঘণ্টার মধ্যেই তা গভীর ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে বলে সম্ভাবনা প্রবল। তবে এক্ষেত্রে পশ্চিম বাংলার চিন্তার কারণ নেই, এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে পাকিস্তানে।এবিষয়ে মঙ্গলবারই মৌসম ভবনের তরফে জানানো হয় , করাচি থেকে দক্ষিণে ১৪৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়। ‘বিপর্যয়’র কারণে প্রভাব পড়বে বর্ষার প্রবেশেও।এদিকে আগামী ১০ই জুন পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে ঘূর্ণিঝড়টি উপকূল থেকে সরতে শুরু করেছে। কর্নাটক, গোয়া, মহারাষ্ট্র ও গুজরাট উপকূল থেকে বেশ কিছুটা দূরে সরে গেলেও, ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশ করলে বিক্ষিপ্ত জায়গায় ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৬ ঘণ্টার মধ্যেই তা অতি শক্তিশালী ঘূর্ণাবর্তে পরিণত হবে বলে জানা গিয়েছে।