
আজাদিকা অমৃত মহোৎসব কেন্দ্র করে “হার ঘর তিরঙ্গা” অভিযানে বুধবার পানিসাগর সেক্টর হেডকোয়ার্টারে বি এস এফ এর পক্ষ থেকে বেশ কয়েক উদ্যোগ নেওয়া হয় এরই অঙ্গ হিসাবে আজ পানিসাগর সেক্টর হেডকোয়ার্টারে প্রথমে ছোট বাচ্চাদের নিয়ে এবং স্কুল এর ছাত্রছাত্রীরা ও ছোট ছোট শিশুদের নিয়ে পানি সাগর সেক্টর হেডকোয়ার্টারে ভেতরে হাড় ঘর তিরঙ্গা অভিযানে সামিল করানো হয় তাছাড়া সেখানকার বাসিন্দাদের ও প্রত্যেকটি ঘরে তিরঙ্গা লাগিয়ে এই অনুষ্ঠানটি করানো হয় তাছাড়া পানিসাগর থেকে পানি সাগর হয়ে ধর্মনগর এর বিভিন্ন পথ পরিক্রমা করে প্রায় কুড়িটি বাইক তেরঙ্গা লাগিয়ে শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে এবং শহরবাসীদের মধ্যে একটি মেসেজ দেওয়া হয়। এই ব্যাপারে পানিসাগর সেক্টর হেডকোয়ার্টার ডিআইজি রাজীব দোয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে জানান।