চাম্পাহাওর থানাধীন তুলা শিখরস্থিত নিশান চৌধুরী পাড়ায় একটি সরকারি উন্নয়ন মূলক কাজ চলছে বর্তমানে । কয়েক দিন আগে সেই কাজে নিযুক্ত এক ইঞ্জিনিয়ারকে এন এল এফ টি বৈরী দলের সদস্যরা ১০ লক্ষ টাকা চাঁদা দেওয়ার জন্য দাবি করে হোয়াটস অ্যাপের মাধ্যমে।এরপর ওই ইঞ্জিনিয়ার চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তাকে বাংলাদেশ থেকে হুমকি দেওয়া হয় মেরে ফেলে দেওয়ার। অবশেষে সেই ইঞ্জিনিয়ার মঙ্গলবার চাম্পাহাওর থানায় লিখিত ভাবে অভিযোগ করেন । সেই অভিযোগের ভিত্তিতে এদিন রাতেই সাদা পোশাকে পুলিশ ওই ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে একটি ব্যাগে টাকা নিয়ে যায় বৈরী সদস্যদের সুনির্দিষ্ট ঠিকানায় যায়। কয়েক ঘন্টা পর বৈরী দলের এক স্থানীয় সহযোগীকে টাকার ব্যাগ আনতে পাঠায় বৈরীরা। কিন্তু বৈরী সহযোগী যেকোন কারণেই টাকার ব্যাগ আনতে নির্দিষ্ট ঠিকানায় যায়নি বলে জানান খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি মজুমদার। পরে পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ওই বৈরী সহযোগীকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।এরপর ধৃত বৈরী সহযোগীকে খোয়াই থানায় এনে জোর জিজ্ঞাসাবাদ চালালে সে জানায়, তার ছেলে ইমাং দেববর্মা বাংলাদেশের এন এল এফ টি বৈরী ডেরায় থেকে তার মাধ্যমে চাঁদা আদায় করছিল।