দেরীতে হলেও অচলাবস্থা কাটার ইঙ্গিত মিলল এবার।বুধবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে দেখা করার পর দ্রুত বিক্ষোভ প্রত্যাহার করার ইঙ্গিত দিলেন কুস্তিগিররা। তাঁদের দাবি, আগামী ১৫ই জুনের মধ্যে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে তদন্ত শেষ করার আশ্বাস দিয়েছে কেন্দ্র। তবে সেই প্রতিশ্রুতি পূরণ না হলে ফের বিক্ষোভ শুরু হবে। ততদিন বিক্ষোভ বন্ধ রাখবেন কুস্তিগিররা।উল্লেখ্য, গত শনিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন আন্তর্জাতিক স্তরে পদকজয়ী কুস্তিগিররা। কিন্তু সেখানেও অধরা থেকে যায় রফা সূত্র। এদিনই তাঁদের আমন্ত্রণ জানান অনুরাগ ঠাকুর। টুইটারে লেখেন, “কুস্তিগিরদের সমস্যা নিয়ে আলোচনা করতে ইচ্ছুক কেন্দ্র। আরও একবার তাঁদের আমন্ত্রণ জানানো হচ্ছে।” এরপরই ক্রীড়ামন্ত্রীর বাড়িতে পৌঁছে যান সাক্ষীরা। প্রায় পাঁচ ঘণ্টা আলোচনা হয় দু’পক্ষের মধ্যে।কুস্তিগিররা মোট ৫টি দাবি রেখেছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে। যার মধ্যে অন্যতম হল ব্রিজভূষণের গ্রেপ্তারি, নতুন করে ফেডারেশনের নির্বাচন এবং তাতে ব্রিজভূষণ ও তাঁর পরিবারের সদস্যদের অংশ গ্রহণ করতে না দেওয়া, কুস্তিগিরদের বিরুদ্ধে হওয়া যাবতীয় মামলা প্রত্যাহার করা।ফেডারেশনের মাথায় কোনও মহিলাকে বসানো। সূত্রের খবর, কুস্তিগিরদের তিনটি দাবি মেনে নিয়েছে সরকার। অনুরাগ ঠাকুর, বজরং পুনিয়াদের লিখিতভাবে একটি প্রস্তাব দিয়েছেন। সূত্রের খবর, ফেডারেশনে নতুন করে ভোট করানোর দাবি, কুস্তিগিরদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবি এবং তাঁদের নিরাপত্তার দাবি কেন্দ্র মেনে নিয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post প্রতি ঘরে সুশাসন কর্মসূচীর অঙ্গ হিসেবে এক প্রশাসনিক শিবিরের আয়োজন
Next post মণিপুরে চলা হিংসার রেশ এবার সরাসরি রাজধানী দিল্লিতেও।
%d bloggers like this: