বৃহস্পতিবার রাজধানী ব্যস্ততম উত্তর গেইট সংলগ্ন এলাকায় রিক্সা ও স্করপিও গাড়ির মধ্যে মুখোমুখি রিক্সা চালক সহ তিনজন আহত হয়।ঘটনার সঙ্গে সঙ্গে ট্রাফিক পুলিশের সহায়তায় অভিশপ্ত গাড়িটি আটক করে পথ চলতি সাধারণ মানুষ।এরপর আহত তিনজনকে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা জিবি হাসপাতালে নিয়ে যায়।রিক্সা চালক সহ তিন জনের পায়ে গুরুতর আঘাত লাগে বলে জানা গেছে।। বর্তমানে পূর্ব থানার পুলিশ স্করপিও গাড়ির চালক সহ গাড়িটিকে আটক করে পূর্ব থানায় নিয়ে যায়।