আজ কেন্দ্রীয় সরকারের ড্রিম প্রজেক্ট লাইট হাউস নির্মাণস্থল পরিদর্শন করলেন বিজেপির সর্ব ভারতীয় সম্পাদক ঋতুরাজ সিনহা ।এদিন পরিদর্শন কালে তাঁর সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও বিজেপি দলের রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত সহ আরও অনেকে। পরিদর্শন কালে তিনি নির্মাণ শ্রমিকদের সঙ্গে কথা বলেন ও কাজকর্ম খতিয়ে দেখেন। পাশাপাশি নির্মাণ শ্রমিকদের সঙ্গে সময়ও কাটান। পরিদর্শন কালে এক সাক্ষাৎকারে ঋতুরাজ সিনহা বলেন, এই লাইট হাউস নির্মাণের জন্য যতটুকু সময় লাগার কথা ছিল, তার থেকে দ্বিগুণ সময় লেগেছে । তবে আগামী ডিসেম্বর মাসের মধ্যে এই প্রজেক্টের কাজ সম্পন্ন হয়ে যাবে । এরপর হবে উদ্ধোধন।সবশেষে বেনিফিসারিদের হাতে তাদের স্বপ্নের ঘর হস্তান্তর করা হবে। জানালেন বিজেপির সর্ব ভারতীয় সম্পাদক ঋতুরাজ সিনহা ।